Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

আর্কিটেকচার টেকনোলজি পরিচিতি

 

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, হবিগঞ্জ জেলার একমাত্র পলিটেকনিক ইন্সটিটিউট। এই ইনস্টিটিউটের ৪টি বিভাগ রয়েছে, স্থাপত্য তাদের মধ্যে একটি। ২০০৫ সালে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে স্থাপত্য প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগটি এসএসসি পাশ করার পর ​​বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অফার করে। বিভাগে বর্তমানে ০৩ জন ইন্সট্রাক্টর (পূর্ণ সময় এবং খণ্ডকালীন উভয়ই), ০৪ জন ক্রাফট ইন্সট্রাক্টর, ১ জন সাপোর্ট স্টাফ এবং ৩০০* সংখ্যক ছাত্র ছাত্রী রয়েছে। এই প্রযুক্তির ০৪টি ল্যাব (যথাঃ ১.অটোক্যাড ল্যাব, ২.মডেল ল্যাব, ৩. ড্রাফটিং ল্যাব-১, ৪.ড্রাফটিং ল্যাব-২)  রয়েছে। প্রতি বছর উভয় শিফট মিলিয়ে ১০০ জন শিক্ষার্থী (১ম শিফট ৫০ জন, ২য় শিফট ৫০ জন) এই বিভাগে ভর্তি হয়। আমাদের ভর্তির নীতিমালা অনুযায়ী, ছাত্রীদের জন্য ২০%, কারিগরির শিক্ষার্থীদের জন্য ১৫% এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য ৫% আসন সংরক্ষিত রয়েছে। প্রতিটি গ্রুপে উপজাতীয়দের জন্য ২টি এবং মুক্তিযোদ্ধার সন্তান/নাতনিদের জন্য ২টি আসন সংরক্ষিত রয়েছে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উচ্চ শিক্ষার জন্য যেমন- ব্যাচেলর ডিগ্রী প্রোগ্রাম,ব্যাচেলর অফ আর্কিটেকচার এবং ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারা ডুয়েটে (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর) বা দেশে বা বিদেশে অন্য কোনও বেসরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।

একজন ডিপ্লোমা স্থপতি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে কাজ করেন।

ডিপ্লোমা আর্কিটেক্টদের জন্য প্রধান চাকরির ক্ষেত্রগুলি হল – কনসাল্টিং ফার্ম, ডেভেলপমেন্ট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি এবং কনস্ট্রাকশন কোম্পানি ইত্যাদি।