Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

ইলেকট্রনিক্স টেকনোলজি পরিচিতি

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইলেকট্রনিক্স প্রযুক্তি বিভাগ যাত্রা শুরু করে। এই বিভাগটি এসএসসি পাশ করার পর ​​বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অফার করে। বিভাগে বর্তমানে ১ জন চীফ ইন্সট্রাক্টর, ২ জন ইন্সট্রাক্টর (স্থায়ী এবংঅস্থায়ী), ১ জন জুনিয়র ইন্সট্রাক্টর (খন্ড কালীন), ৫ জন ক্রাফট ইন্সট্রাক্টর এবং ১ জন সাপোর্ট স্টাফ এবং ৩০০* সংখ্যক ছাত্র ছাত্রী রয়েছে ।

এই বিভাগে ৫টি ল্যাব রয়েছে, সেগুলি হল-

১. ইলেকট্রিক্যাল ল্যাব।

২. মাইক্রোপ্রসেসিং ল্যাব।

৩. বেসিক ইলেকট্রনিক্স ল্যাব।

৪. রেডিও এন্ড টিভি ল্যাব।

৫. অটোমেশন ল্যাব।

প্রতি বছর ১০০ জন ছাত্র ছাত্রী, (প্রথম শিফট এর জন্য ৫০ এবং দ্বিতীয় শিফটের জন্য ৫০ জন) ছাত্র ছাত্রী এই বিভাগে ভর্তি হয়।  কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তির নীতিমালা অনুযায়ী, ছাত্রীদের জন্য ২০%, কারিগরির শিক্ষার্থীদের জন্য ১৫% এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য ৫% আসন সংরক্ষিত রয়েছে। প্রতিটি গ্রুপে উপজাতীয়দের জন্য ২টি এবং মুক্তিযোদ্ধার সন্তান/নাতনিদের জন্য ২টি আসন সংরক্ষিত রয়েছে।

ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্র-ছাত্রীরা ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বা সমমানের ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে গ্রাজুয়েশন বা উচ্চতর গবেষণাও করতে পারবে।

একজন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেন।

“কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে চাকুরি মিলে।” আর এই কারিগরি শিক্ষার অন্যতম একটি টেকনোলজি হলো ইলেকট্রনিক্স। একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যেমনভাবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিপিডিবি, বাংলাদেশ নেভি, পলিটেকনিক ইনস্টিটিউট এর মতো সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতে পারে ঠিক তেমনিভাবে PGCB, EGCB, DESCO, BTCL ইত্যাদির মত স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেও তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। তাছাড়াও একজন দক্ষ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিদেশেও উচ্চ বেতনে চাকুরি করতে পারে। ইলেকট্রিক্যাল শিক্ষাক্রমে গ্রাজুয়েট, ইলেকট্রিক্যাল বা সমমানের সরকারি চাকুরির পদগুলোতে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। আবার ইচ্ছে করলে উদ্যোক্তা হিসাবে সমাজে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।